তোর দু'চোখে বাস করে দুটো পাখি, যারা মেলতে চায় ডানা
উড়ে উড়ে ঘুরে ঘুরে ওরা করে মুখরিত এই মনের আঙ্গিনা।


আমি ডুবে যাই, আমি যাই ডুবে তোর চোখের জলে
অতঃপর সাঁতরাই সেই মোহিনী চোখের কাজলে।


তোর চোখ মাদক, নেশাগ্রস্থ হাজার নিকোটিন
তোর চোখ ঘাতক, ধ্বংশিত জীবনের ঋণ।


ঐ চোখে খেলা করে বিষ, নিষিদ্ধ দৃষ্টি
ঐ চোখেই রহস্য, স্রষ্টার অনুপম সৃষ্টি।