ভাই যা লেখছেন; একদম খাসা,
ঠিক যেমন ফসল ফলায়, অভিজ্ঞ চাষা।


ভাই যা লেখছেন; এককথায় অসাধারন,
এ যেন আমার মনের কথাই হলো উচ্চারণ।


ভাই যা লেখছেন; কি আর বলব,
আজ থেকে আপনাকেই গুরু মেনে চলবো।


ভাই যা লেখছেন; বইয়ে যেন পাই!
এভাবেই লিখে যান মন থেকে তাই চাই।


ভাই যা লেখছেন; ঠিক পাকা হাতের ছাপ,
এভাবে লিখে লিখে বলেনতো কি লাভ?


ভাই যা লেখছেন; আমি একদম বাকরুদ্ধ,
জানেন কি এসব পড়ে অনেকেই হয় ক্ষুদ্ধ?


ভাই যা লেখছেন; কি বলব আর,
এসব ছাইপাশ লেখার নেই দরকার।