একুশে ফেব্রুয়ারি হল,
সন্তানহারা অশ্রু সিক্ত মায়ের,
কষ্টে ভরা বুকের আহাজারি।
একুশে ফেব্রুয়ারি হল,
জীবনের বিনিময়ে ছিনিয়ে আনা,  
প্রাণ প্রিয় ভাষার অধিকারী।


একুশে ফেব্রুয়ারি হল,
রফিক, শফিক, সালাম, বরকত,
আরো কত বীর শহীদের নাম।
একুশে ফেব্রুয়ারি হল,
হাজারো জীবনের মূল্য দিয়ে আনা,
ভাষার জন্য দেওয়া সেই দাম।


একুশে ফেব্রুয়ারি হল,
রক্তিমা লাল রঙে ছেঁয়ে যাওয়া,
সারি সারি কৃষ্ণচূড়ার ফুল।
একুশে ফেব্রুয়ারি হল,
ভাটিয়ালি সুরে গান গেয়ে গেয়ে,
মাঝিদের তোলা রঙিন পাল।


একুশে ফেব্রুয়ারি হল,
রং তুলিতে ছবি আঁকানো,
বাংলা ভাষার বর্ণমালা।  
একুশে ফেব্রুয়ারি হল,
পাখির মত প্রাণোচ্ছল সুরে,
মাতৃভাষায় কথা বলা।  


একুশে ফেব্রুয়ারি হল,
বীর যুদ্ধাদের সাহসী অবদানে,  
আত্মত্যাগের এক ইতিহাস।
একুশে ফেব্রুয়ারি হল,
সারা বিশ্বে ভাষা স্বীকৃতি পাওয়া,
আমাদের মাতৃভাষা দিবস।