প্রা‌ণোচ্ছল শৈশব
দুরন্ত কৈ‌শোর
উন্মত্ত যৌব‌নের হাতছা‌নি ;
গীটার ড্রাম‌বো‌র্ডে সু‌রের ঝংকার
তবুও একবুক হাহাকার
নেশায় বুদ হ‌য়ে
অ‌লৌ‌কিক অপা‌র্থিব জগ‌তে বিচরণ
হায় জীবন !
দুপুর না শেষ হ‌তেই
সূ‌র্যের অস্তাচল ।
হয়‌তো অন্য কোথাও
আ‌রেকটা রোদ্দুজ্জ্বল সকাল
পুষ্পমঞ্জ‌রির ডগায় ঘাস ফ‌ড়িং
ঘা‌সের ডগায় শি‌শি‌রের হা‌সি
নক্ষত্ররাও এক সময় হা‌রি‌য়ে যায় ;
কেউ কাউ‌কে জা‌নিনা
কেবল বু‌ঝে নেই
একেক‌টি জীবন ছি‌লো
এ‌কেক‌টি নক্ষত্র
তারপর সীমাহীন অন্ধকার ।