রাতের চাদরটা সরে গেলে পাখির ডাকে
ছোট কামরাটা যখন গারদের মতো
পাশের সর্পিল  সরু পথটা বলে চলে আয়
একঘেয়ে সুন্দর অসুন্দরে সাজানো পৃথিবী
যতো পারিস দেখে নি বারবার।
আকাশ প্রতিদিন মেঘলা বা নীল
একঝাঁক খয়েরি শালিকের নেচে নেচে খাদ্য অন্বেষণ
ভাবনায় যখন আমার এক কাপ চা
সামনের কালো পথটায় তখন
খাবার খোঁজা মানুষগুলোর বড্ড কোলাহল।
সবুজ চোখের এক যুগল প্রেমিক প্রেমিকা
যেদিকে চোখ মেলে কেবল ভালো লাগা
আর ঐ বৃদ্ধ অচল প্রায় লোক
অপঘাতে মারা গেছে যার তিন তিনটি জোয়ান ছেলে
তাকে আদর করে কেউ দেয়নি এক থালা ভাত।
স্বপ্ন মরে যাওয়া কিশোর ছেলে
যৌবন আসেনি তবু ধরেছে সংসারের হাল
রোজ অলিখিত এই দিনলিপি খুলে খুলে দেখি
যার পুরোটাই হাসি কান্নার রঙে একাকার।