সবুজ ঘাসের ডগায় বাতাসের আদর
বাতাস কেটে কেটে ফড়িঙের ভেসে চলা
আকাশ পানে চেয়ে সবুজ ঘাসপাতার চোখ
কোনদিন কি নেমে আসবে ভালোবাসার নীল?
অনন্তকাল দুজনে চোখাচোখি
মাঝখানে শূণ্যতার অস্পর্শি দেয়াল
আসলে কি আত্মারা খুুঁজে পায় দূরাকাশের তারা
নাকি চোখের উন্মত্ত ডানা কোনদিন কোথাও খুঁজে পায়না আশ্রয়।
দিশেহারা আমি কখনো ঐ আকাশের শেষ সীমানা
কখনোবা নরম মাটিতে জন্মা কোমল একদল ঘাসের ডগা
তারাগুলো যদি হয় তোমার একেকটি চোখ
তার কোনটাই আমার চোখে মিশে যায়নি কোনদিন।