ইচ্ছে বা অনিচ্ছেয় নয়
ঘুরে ফিরে চেনা পথে এসে
এদিক ওদিকে খুঁজে ফিরি
বদলে গেছে কি সবুজ ঘাস?
আর দিগন্ত ছুঁয়ে যাওয়া
কালচে নীল কুয়াশা মোড়া বিকেল
সেই সাথে উড়ে যাওয়া পাখিদের ঝাঁক?
শস্য ক্ষেতে মাতাল বাতাসের ঢেউ
একদল ঘাসফড়িঙের লাফালাফি
আমাকে কেউ ভালোবেসেছিলো কিনা
কোন দিন বুঝতে পারিনি আমি।
বুঝতে পারিনি কেউ চেয়ে ছিলো কিনা
পিছু ফিরে না তাকানো এক পথিকের দিকে।
তবু গোধূলির রঙ মিশে সন্ধ্যা নামে
নিদ্রা বা অনিদ্রা শেষে ভোর হয়
অনেক ব্যস্ততা অথবা প্রাপ্তির ভিড় ঠেলে
দুচোখ খুঁজে ফিরে পুরোনো এক বিকেলের মতো
নতুন আরেকটি বিকেল
নাকি খুঁজে ফিরে অপ্রত্যাশিত আরেকটি আকাশ
কিছু যার ভালো লাগে
বাদবাকি অচেনা।