সূর্য জাগে পাখির ডাকে অমনি লম্ফ শুরু
ঘাস ফড়িঙের ডানায় ডানায় রৌদ্র আকাঁ ভুরু।
আহার খোঁজা কাঠবিড়ালীর চোখেও শিশির কণা
ঝিলিক মারা দূর্বাঘাসে প্রাণের আনাগোনা।
যা দেখে যায়  খয়েরি শালিক ঢ্যাঙ ঢ্যাঙিয়ে নাচে
শিশ্ বাজিয়ে পাতায় পাতায় দোয়েল বসে আছে।
হাটতে হাটতে ভর দুপুরে অনেক খিদে  পেলো
উঁই পোকাটাও আগুন থেকে কিছু আলো খেলো
আধেক পাখায় রঙের পরশ আধেক পাখা ছেড়া
দূর সীমানার কাছাকাছি ধোঁয়ার প্রাচীর ঘেরা।
আগ বিকেলে ফুলে ফুলে ঘোরে প্রজাপতি
বাতাস এলে ধানের ক্ষেতে দোল দিয়ে যায় নদী
খানিক পরে সন্ধ্যা নামে সবাই ফিরে নীড়ে
অগণিত ঝিঁঝিঁ পোকা দুচোখ ফেলে ঘিরে
নতুন আরেক ভোরে আবার আরেক গানের শুরু
আরেক ভোরেই যার উপরে ধূলোর আস্তর পুরো।
০৭ ফেব্রুয়ারি ২০১৫,
কালিহাতী, টাঙ্গাইল।