এলোমেলো অগোছালো হাটাহাটি শেষে
যখন বুঝি আসলেই এর হয়না কোনো মানে
তখন দুচোখ দিশেহারা সময় খুঁজে ফিরে
ধুলো জমা ভুলের খাতা কষ্ট টেনে আনে।
যে সকালে মাখা ছিলো মায়ের মুখের হাসি
হাতে ছিলো বাবার দুহাত যেনো না পাই ভয়
সে সকালেই লুকোচুরি কলম খাতার সাথে
এমন করেই কখন যেনো হঠাৎ দুপুর হয়।
অলস বিকেল সুবাস খোঁজে বুনো ফুলের মাঠে
প্রজাপতি পাখা মেলে অজানাতে ছোটে
সাঁঝের বেলা ঘরে ফেরা পাখির কূজন চোখে
ফুলের বনে আগাছারা স্বপ্ন হয়ে ফোটে।
আবার ভোরে একই ভাবে আরেক সকাল শুরু
দুপুর বিকেল সন্ধ্যা শেষে রাত্রি নেমে আসে
প্রহর গেলো বছর গেলো হেলাফেলার মাঝে
নিজের ছায়া কখন দেখি ভেংচি কেটে হাসে।


৮ জুলাই ২০১৫
সাতুটিয়া, কালিহাতী, টাঙ্গাইল।