কষ্টগুলো বুকের ভিতরে হুহু করে কেঁদে ওঠে
চোখের কোনা ভিজে ওঠে বিন্দু বিন্দু জলে
কিছু তার ব্যক্তিগত কিছু তার সামষ্টিক।
দিগন্তে ডানা ঝাপটে উড়ে যায় এক ঝাঁক পাখি
ঝলমল করে ওঠে সোনালী রোদ
কী আছে তা মুখ্য না, কী নেই তা মুখ্য হয়ে ওঠে
ভুলে যাবো সব
চোখের সামনে দিগন্ত জোড়া সবুজ
আর আছে অন্তহীণ  সুনীল আকাশ।
ঘৃণা নয়
যদি পারো এক চিলতে ভালোবাসা অক্ষত রেখো
হয়তো বা অজ্ঞাত
সত্যি তবু এক মুঠো ভালোবাসা তোমাদের জন্য ছিলো।


২৪ সেপ্টেম্বর ২০১৫
কালিহাতী, টাঙ্গাইল।