যে সম‌য়ে যা হা‌রি‌য়ে গে‌ছে
সময় শে‌ষে তা অর্থহীন হ‌য়ে গে‌ছে ।
কু‌ড়ি‌য়ে পেয়ে হারা‌নো আধু‌লি
ছু‌টে গি‌য়ে দে‌খে চঞ্চল এক কি‌শোর
কোন ফাঁ‌কে চ‌লে গে‌ছে
র‌ঙিন বেলুন বেঁচা ফে‌রিওয়ালা ।
তারপর যে‌দিন আবার সে ফি‌রে এ‌সে‌ছি‌লো
সে‌দিন কি‌শোর‌টি ছি‌লো প‌রিণত এক যুবক ।
বেলু‌ন ওড়া‌নোর স্বপ্ন তার ক‌বেই  হ‌য়ে‌ গে‌ছে একদানা কর্পুর ।
পান চিবু‌নো আধ বু‌ড়িটা
গা‌লের রস মুছ‌তে মুছ‌তে ভা‌বে
তার তি‌ড়িং বি‌ড়িং লা‌ফি‌য়ে ছোটা মে‌য়ে‌টির ম‌তো
সেও ক‌তো মাথা নিচু ক‌রে ইস্কু‌লে যেত ।
ফ্যাঁকা‌সে সম‌য়ে ঝাপসা হ‌য়ে গে‌ছে
সূচে সুতা পড়া‌নো নতুন চোখ ।
বড্ড দে‌রি হ‌য়ে গে‌ছে
ফাঁকা প‌কে‌ট গ‌লে
আকা‌শের চাঁদ হ‌য়ে গে‌ছে বা‌তের অষুধ
মাজায় ই‌ঞ্জেকশন দি‌য়ে বু‌ড়োটা  চা‌লি‌য়ে যা‌চ্ছে ঘর সংসার ।
সময় তুই বড্ড নির্দয়
ফি‌রে চাস‌নি ভু‌লেও একবার ।