যে সময়ে যা হারিয়ে গেছে সময় শেষে তা অর্থহীন হয়ে গেছে ।
কুড়িয়ে পেয়ে হারানো আধুলি ছুটে গিয়ে দেখে চঞ্চল এক কিশোর
কোন ফাঁকে চলে গেছে রঙিন বেলুন বেঁচা ফেরিওয়ালা
তারপর যেদিন আবার সে ফিরে এসেছিলো
সেদিন কিশোরটি পরিণত যুবক
বেলুন ওড়ানোর স্বপ্ন তার কবেই হয়ে গেছে একদানা কর্পুর ।
পান চিবুনো আধ বুড়িটা গালের রস মুছতে মুছতে ভাবে
তার তিড়িং বিড়িং লাফিয়ে ছোটা মেয়েটির মতো সেও কতো মাথা নিচু করে ইস্কুলে যেত ।
ফ্যাঁকাসে সময়ে ঝাপসা হয়ে গেছে সূচে সুতা পড়ানো নতুন চোখ ।
বড্ড দেরি হয়ে গেছে
ফাঁকা পকেট গলে আকাশের চাঁদ হয়ে গেছে বাতের অষুধ
মাজায় ইঞ্জেকশন দিয়ে বুড়োটা চালিয়ে যাচ্ছে ঘর সংসার ।
সময় তুই বড্ড নির্দয় ফিরে চাসনি ভুলেও একবার ।