ডুবন্ত সূর্য স্নিগ্ধ বিকেল,


অসমাপ্ত মায়া নিয়ে ফিরে দেখা,


অদৃশ্য রংতুলিতে কারো ছবি আঁকা ।


এরপর সূর্যের বিদায়,


অনিচ্ছার শক্তি অনেক হলেও


প্রকৃতির কাছে হার মানা,


আর বিশ্বাসের পরশ নিয়ে


ফিরতি পথে কিছু চেনা বাক্য,চেনা সুর,,


কল্পনায় কাছে আর বাস্তবে দূর ।



তবুও স্বপ্নগুলো রঙিন,


যার বেদনা বর্ণবিহীন,


এরপর শুধুই প্রতিক্ষার আর্তনা,


নিরবে চোখের জল


আর মন দুটো ব্যাথায় কাতর,


প্রণয়ের চুড়ান্তে লাল প্রতিকটার


আকার চ্যাপ্টা আর পাথর ।


এরপর সাদা পৃষ্ঠায় সাদা রং এর


কালিতে লেখা কিছু গল্প,


আর ভাঙতে ভাঙতে আবার দৃঢ় সংকল্প ।