চলো মুক্ত হই মুক্তির সোপানে,
চলো আপন হই ভালোবাসার বাধনে।
জড়িয়ে যাই বিশ্বাস আর আস্থায়,
ঘুরে বেড়াই চৌরাস্তায়।
এরপর যাবো না হয় নদীর পাড়,
দুজনার হবেনা কোন হার।
ফেরার পথে ও থাকুক প্রেমের ঘোর,
আবারো দেখা হোক মোদের মিলন মোড়।
এরপর চলতি পথে গড়ে উঠুক প্রেমের জোট,
আবার ও দেখা হোক এস এস রোড।
কোন একদিন পড়ে আসবে হয়ত নীল শাড়ি,
আমি অপেক্ষায় তোমার তরে সেদিন কুটুমবাড়ি।
জল্পনা কল্পনা পেরিয়ে গেল পথ ঘাট,
একা একাই রয়ে গেল কলেজ মাঠ।
কত সুর কত প্রেম আর গানের নহর,
পরিচিত প্রিয়জন আমার এ প্রাণের শহর।