শীতের রাতে অশ্রু ভেজা চোখে প্রেয়সী
আসলো মোর দুয়ায়ে,,
কি যেন চাওয়া তার,কি যেন আবেদন,,
বুঝিনি আমি, খুঁজিনি আমি কি চেয়েছিলো তার মন।
বিদায় তো সে নিয়েছিলো বছর কয়েক আগে,
তবুও আজো যেন কোথায় গিয়ে
প্রেমময় টান লাগে।
বললো সে "তোমার অভিমান যাইনি বুঝি এখনো"?
বললাম আমি "তোমার মত আমার প্রেম,
ছিলো না তো লোক দেখানো।
বললো সে, "জানি আমি কষ্ট দিয়েছি
তোমায় অনেক বেশি,কাল যে আমার বিয়ে হচ্ছে
এটা জেনে কি তুমি সুখি"?
বললাম আমি "আমার সুখে,আমার দুখে,কি বা তোমার এসে যাবে"?
সুখ নাকি দুঃখ কোনটা পেলে
তুমি সুখি হবে?
বললো সে, "থাক না তর্ক বাদ দাও আজ,
করি আবেদন,
শেষ চাওয়া তোমার কাছে,
গ্রহণ করো নিমন্ত্রণ".
বললাম আমি, "জানি হয়ত কষ্ট হবে
হলোনা তোমায় পাওয়া,,
তবুও কথা দিলাম পূরণ হবে তোমার শেষ চাওয়া।