লিখে জয় করতে চাইনি আমি সমুদ্র,
হতে চাইনি আমি কবি,
কিংবা হাতে পেতে চাইনি
দূর আকাশের রবি।
আমার লেখাগুলো ছুতে
পারেনি মন,
করেনি কখনো এ মনের সাধ পূরণ।
তুই প্রথম ছিলি সেই জন,
যার লেখাতে এ মনে হয়েছিলো
সুখের রক্তক্ষরণ।
লিখে যা বন্ধু থামিস না,
আর কোনদিন হার মানিস না
শুনিয়ে যা তোর লেখা কাব্য,
বলে যা তুই সুখ-দুখ এর বাণী
চেয়ে দেখ দূর হতে আমার হাতছানি।
মুছে দে তুই জগতের সব কালো,
পথে পথে জ্বলে উঠুক লাল-নীল আলো,
তুই কি জানিস বন্ধু
তোর লেখা আমার লাগে
বেশ ভালো।
আমি আর লিখবো না,
লিখতে পারি ও না আমি,,
কথা দে তুই আজ, যতদিন
এ দেহে প্রাণ থাকবে মোর,
তুই লিখে যাবি আর শুনিয়ে
যাবি সেই আমার প্রাণের শান্তিময় কাব্য।