ওরে পারুলের মেয়ে
বৃষ্টি দেখিস চেয়ে ?
' কৃষ্ণকলি' কেউ বলে নি তোকে
পড়িস নি তুই কোন কবির চোখে।


যদি ঘোমটা খোলা মুক্তবেণী
পিঠের পরে লোটে !!
মন যদি তোর বাদলা হাওয়ায়
সুদুর পানে ছোটে !!


তবে কাজের ঘরের
দুয়ার হবে বন্ধ
তুই 'পারুলের মেয়ে',
তোর জন্য, মনের দুয়ার বন্ধ।


কালো হরিণ চোখের কোনে
রুমাল চাপা ভোর,
আলের ধারে কেউ নেই রে
অপেক্ষাতে তোর।


সকাল,বিকাল একটানা তোর
আছে কাজের ঘর,
আনমনা তোকে ভাসিয়ে দেবেই
অভিযোগের ঝড়।


ওরে 'পারুলের মেয়ে' !!
'কৃষ্ণকলি' কেউ বলবে না তোকে
ওই শরীরে বসবে থাবা
হয়তো নেশার ঝোঁকে।


অবুঝ মনের স্বপ্ন গুলো
হারিয়ে কোথায় যাবে ?
অন্ধগলি,চোরাগলিতে
দম দিয়ে পাক খাবে।


তুই 'পারুলের মেয়ে' --
সবাই তোকে যেমন জানে
তেমন করে বুঝিস না তুই
জীবনখানার মানে !!