ঢেউএর তালে,ভাটিয়ালে
ছন্দে দুলে,নৌকা চলে।
তরু সমাহার,পল্লবী হার,
ঝলমলে জল,রূপোলী আঁচল।
মেঘের ভেলা,করছে খেলা,
আকাশ পথে,পালের সাথে।
স্বর্গীয় রূপ,ভরাচ্ছে বুক,
মধুর আবেশ,স্বপ্নের রেশ।


এক সে কবি,আঁকছে ছবি,
 অক্ষরে তার,নৌকো-বিহার।
শিল্পী সুখে,পাতার বুকে,
নিচ্ছে তুলি,দৃশ্য গুলি।


 সেই সে ছেলে,তরুণ জেলে,
বাইছে তরী,বুকটা ভারী।
একটাও মাছ,পায়নি সে আজ,
হাল যে বেহাল,ছিঁড়েছে জাল।
 চিন্তায় তার,নিত্য আহার,
কাঁধে গুরুভার,ভুখা পরিবার।
পেটটা খালি,জামায় তালি,
পেশীর আগুন,ছুটাচ্ছে ঘুম।


তবু,
শিল্পের সুখ,ইজেলের বুক,
উঠছে ভ'রে,রঙের তোড়ে।
ওগো, কবি --!! দেখছ সবই ?
নিচ্ছ তুলি, কষ্ট গুলি ?