এই ফার্মগেইট, এই ফার্মগেইট
জোরে জোরে ডাকে এক শিশু , টেম্পো হেল্পার ,  
যাত্রী তোলে, গলা হাত উদোম, সাত ডিগ্রি’র নগরে  
ধূলিময় গেঞ্জির উপরে লাল রঙের বুক কাটা সুয়েটারে  
যেন তলানিতে থাকা ২০% এর দৃশ্যমান প্রতিনিধি
গরিবী গবেষকের কাঙ্ক্ষিত সেম্পল
ডাকে ফার্মগেইট ফার্মগেইট অনর্গল ।


যাত্রী আসে যায় উঠে নামে
গালি খায়, তবু থাকে ডাকে অটল ।  
দুইপাশে সংসদ, নানাবিধ দপ্তর পাড় হয়  
বারবার, দেখে না তাকে যারা দেখিবার;  
অদূরে শিশু শ্রম নিয়ে পশ্চিমের কড়িতে  
ব্যানার ঝুলে , দেশীয় ট্যাক্সে কর্তা চলে ।

রাতে ফিরে যায় মায়ের ভাসমান স্বর্গে
স্বর্গ ফেরত বালক আবার ডাকে  
এই ফার্মগেইট, এই ফার্মগেইট
সকালে সন্ধ্যায় সববারে সর্বরাগে ।



২০।১২।২০১৯