ভব-ফুসফুস আমাজন বনে লাগিয়েছে ওরা দাবানল    
ব্রহ্মপুত্র-তিস্তা লাগাতার ঢলে কুড়িগ্রামে ভাসে  সমতল  
উজান-ভাটিতে মন্ত্রকে তখন কথার পাথার উছলায়  ।    
প্রান্তিকজন ফ্যাকাসে বোঁটার দুপ্রান্তেই নড়ে ধীরে ধীরে      
বেসামাল ভবে জীব পোড়ে-ডুবে এখানে সেখানে নিশ্চুপে ,    
বুনো শ্রাবণের লেলিহান গ্রীবা ডলে জড় জুঁই- উভধারে        
পুরনো আন্ধার যেন বিরাজিত- দম আসে যায় ঢিমতালে ।  


কাঁটাতারে কাল মিশে মহাকালে -ধূসর ধরায়  মন ঝরে        
ভাসা আর পুড়া শেষ নাহি হয় কোন কালো-রাজে ফুলঝড়ে        
কলমি কদম আমাজন-তরু ভয়ার্ত ভাষায় ডগা ছাড়ে ,      
আমাজন বাঁশী প্রণয় তালাসে ভাওয়াইয়াতে অনুক্ষণে      
চর-গাড়িয়াল  গামছা গাঁথিবে  আসহানিনকা  সনে ;    
উঠিবে তক্তে মুজিব মানব; পোড়া ভাসা ডুবা – দূর নীলে  ।            


১৫।০৮।২০২০