আশ্বিন আশ্লেষ


১।
আসেনি সার
আমন বুঝি যায়
চিন্তিত চাষী,
আগে গিয়েছে বোরো
কৃষক ভাসে বায়ে  ।


২।
কোম্পানি ডলে,  
হাতি পিষে চাষীকে
ক্লেশিত প্রাণ,    
সেই পুরনো জাল  
বিত্ত বাড়ে বাবুর ।


(জাপানি তনকা ধারা অবলম্বনে রচিত )
মিরপুর, ঢাকা । ১৭.০৯.২২।