আশ্বিন আশংসা
১।
আগল কাশে  
হাসে না ধনু তীর ,
বোরো মরেছে  
বানে, শরতে শূন্য
গোলা, কাঁদে করচ ।
২।
মুক্তছন্দে
মেঘ মেট্রোতে চলে
সাদা কালোতে ,      
তটস্থ কৃষক  
তেল সার বিহনে।  


(জাপানি তনকা ধারা অবলম্বনে রচিত )
মিরপুর, ঢাকা । ৩০।০৯।২২।