দেশে নেই দূরে গেছে চলে রস-আশে
জোছনায় নির্জনতা ভোগায় নদী পাড়ে ,      
শালিক শাপলা শালুক দোলে কাফি রাগে  ,        
যেন যৌথ শোক জারি জীব-প্রাণে, শ্বাসে ।  


কোন এক কবি-আত্মা ঘুরে ফিরে বদ্বীপে  
উত্তরে দখিনে , গ্রীষ্ম বর্ষা হেমন্ত শীতে
মনে হয় যেন বঙ্গ-শিকড়ী ভিনগ্রহী, খাদিসাজে ;  
শুধু দেখে আর ভাবে গোরখসম, ভোগের জগতে ,    
আশনাই প্রাণ ভাসে সেল ফোনে, গোলাপি ঝিলিক নিশীথে  ।    


২২.১১.২০১৯  
মিরপুর, ঢাকা।