১।
পদ্মা ভাঙছে
আশ্বিনে – নড়িয়া
অগ্রে পশ্চাতে ,
তবু সাজে জগৎ
কাশে কিন্নরীতে ।
২।
শিশির ভেজা
ঘাসে হাঁটে কৃষক
তিস্তা পাড়ে ,
ফসল হারা ক্ষেত  
সামনে বৈরী বায়ু ।


(জাপানী তনকা ধারায় রচিত )


মিরপুর, ঢাকা।
৩০.০৯.১৮।