মনে পড়ে তার কথা
সে ছিল অবাধ জোছনা বিহীন জুলেখা,  
শিশু পাঠের বাদশা-কনে ;  
জোড়ায় ,জোড়াহীন  জুলেখারা জুড়ায়- জৌলুসে
কণেরা চাঁদ দেখতে বারণ, বাদশাহি আদেশে ।  


এখন ফিরিয়ে নিয়েছে চাঁদ, শশীবধনি  
নির্বাসিত আদিম আদলের বাদশাহি ,  
শিসে প্রণয়িনী বিভাবরী ও জন হোলী,  
দূর বসন্তে কবি ও শাহাজাদি
যেন আরব সাগরে বাইছে পশ্চিমের শালতি  ।    


৩।১১।২০১৯
মিরপুর,