বালির বেরং


ভবে বেতমিজি   করে বিশ  বলী বাঘারা –ওদের বেতালা  সুরে মৃগ-পিত্ত কাঁপে ,      
পবনে পবনে বাড়ায় কার্বন  উড়ায়  মিসাইল, অসহায় বালির বিহগ ;  
বালির বেলাতে যেন বিষ-বৃষ্টি নামে, নিজ অক্ষে ঘুরে  বর্ণচোরা  বিশ জনা  
সাথে কিছু সুগার-কথন ,সকল সৈকত শীতলে কাতর ,প্রেমী ময়নারা মরে নিরবে ।  

সকল  কপোত  তাদের কপট নামে চিনে , ভৎসনা দেয় কপোতী ;
তারাই মেতেছে অস্ত্র সাজে, ধিক জানায় বালির  বালুকারা
বালিতে ঘুমায়  সবিষ বিশ  প্রাণী,  বেপথু কাছের গহন  ,    
লাগাতার  নিদ্রাহীনে নীল রোহিঙ্গা কাশ্মীর ইউক্রেন ফিলিস্তিন উইঘুর ইয়েমেন  ।


নভেম্বর ২০২২