বর্ষা রাতের লাগাতার বৃষ্টি-ঢলে    
জলহীন তিস্তা পানিতে ডুবে-ভাসে  
বানভাসি কনেদল কষ্টের কবিগানে  
প্রধান কবিবৎ কাটায় ঢলের সনে,  
ভিলেন সবে দূরে নানা আদলে
হিসাব কষে- কল্প প্রকল্পে...।  
ভেসে যায় বাঁশ ঝাড় টিনের চালা      
ধেনু পাখ পাখালি লাউয়া বাবলা ,
আইডি কার্ড , শিশু-পাঠের রঙ্গিন বর্ণ  
সভাব কবির চরণ,  রমণীর  রূপালি স্বর্ণ  ।    


কাঁঠাল কাঁধে কৃষক কটি পানি কাটে
ক্লিক করে মিডিয়া , মন্ত্রক জাগে    
আজকে এটাতেই চাবি চাষি-আহারে      
কাল বাসের ছাদে হাওয়ায় ভেসে  
অচিন বস্তিতে উড়া , যেন তন্দ্রিত তন্ত্রে ;  
বাদলে ভেঙ্গে ভেঙ্গে তলাতে ঠেকে ঠেকে
ছুটে পাতাল পানে  কবজ গলে
বিলীন হয়না যেন ফিল্মি-হিরু  
তাকে বাঁচাতে বিশ্বব্যাংক দ্যায় উলু    
অনেকেই ভাসে ও উড়ে সেই উলুতে ;


কবিরা ভুখে কল্পবানে, বানের বাজে ও বালুতে ।      


১৮।০৭।২০১৯