বেগোছ  বিল্ডিং বেয়ে বেয়ে   বৃষ্টি নামে  নষ্ট নগরে  
দূষিত জেনেও জারুলী  চুমু দিয়ে যায় নষ্ট নগরে ,  
বৃষ্টি আনে সৃজক আবেশ – কোভিডজয়ী   বিশ্বাসী প্রশান্ত হয়ে হাসে ;    
ঔলুকবৎ  ওয়াসা পথ রোধে,  বৃষ্টির  বুড়িগঙ্গায় মিশতে  বারণ      
বুড়িগঙ্গা আর বৃষ্টি কাঁদে,  দেখে বিষণ্ণতায়  বিবশ  তীরের  তরুণ ;


ভ্রষ্ট মোড়ল  মোগলী খাল নালা নদী গিলে খায়, ফুলেরা ফুফায়  সংসদ বাগিচায়
যেন এলো রাক্ষস,  ঠাকুরমার ঝুলি ছেড়ে – কালো স্পট শিশুর  গ্রীবায়  ;
দেখে দেখে বিদায় নিয়েছে বেথিত  কবি  
সহসাই বৃষ্টি বহে  কংক্রিট- নদে , ছাতি  ছিড়ে  যায় তার   এই নষ্ট নগরে    
সহসাই বৃষ্টিতে ফেঁপে উঠে   প্রকল্প-পাজির  পকেট   এই নষ্ট নগরে  
সহসাই ম্যাদা  মধ্যবিত্ত খিচুরিতে বাড়ায় শর্করা  এই নষ্ট নগরে      
এবং ঝিমায় জুজু র ভয়ে – দেখে  পুষ্ট-নটি হাসে চুপিচুপি  ,  মিছিল তখন  ইতিহাসে  নড়ে    
প্রান্ত মানু  দেখে   নীপরেনু  নীরবে  প্রান্তিক কুঞ্জে ।  


মিরপর, ঢাকা
০৬।০৭।২০২১