আমার একটি বিটপী,বদ্বীপে বাউল আদলে  ভ্রুনিত - পঞ্চাশের বেশী ওর  আয়ুষ্কাল  ।  পল্লব-প্রভা পতপতায় প্রবল  পবনে  আপন  ভালে  । লাল   সবুজ  জলজ-শুভ্রে  সদা সতেজ থাকতো তার আগা গোরা,  – তাকে পেতে দিতে হয়   নিযুত জীবন , একটি বিরল  আখ্যান হালের ভূগোলে  ।   ওকে  ঘিরে আমি ঘুরি প্রতিদিন ,  বহু মায়া শত  স্মৃতি  ওকে নিয়ে-  যাইনি কোথাও যাবার সময়ে ওকে ছেড়ে, যেন কোন ঈমানী  প্রণয় নিরব মণ্ডলে  ।    
ঝাপসা সময়ে তার অর্ধ শতকের দোলা ।মন্দ-মলিন মালির  হাতে  কাটে  তার বেলা যেন  সন্ন্যাস সময় দিয়েছে বেঁধে কোন বিধি  ।  শীত গ্রীষ্মে চুপচাপ –যাতনা গভীরে পুড়ে তাকে  
যেন এক বৃক্ষ দাহ   বদ্ধ আলে ।              
এবা  কষ্ট হয়  ওকে দেখে , ওর ভিতরটা  মনে হয় খুঁয়ে খুঁয়ে খাচ্ছে  খবিশ খড়গ  -কর্কটসম জালে । তার জন্মপত্র  লিখা বিশ্বের শোভন হরফে  যেন সব  জৈব রসে ভরা ঝলঝলে ঝিলিক ,  পুণ্য স্নান  হতো  বিশ্ব মিলে  ।  ওর  রঙে বরণে বিচ্যুতি এনে পুষ্ট হয়  ইতর-পাল । বিটপী  বিবশ সময় পাড়ি দিচ্ছে  সাথে সম্ভবত অনেকেই  আছে আবডালে  । বৃক্ষটি সাজাতে  আমাকে বলছে আমার ভিতর- ভব, সেখানে বিরাট সমুদ্র গর্জিছে -  সৈকতে ফিরবে  – কাব্যিক সকালে  ।              


০১।০৫।২০২১