আষাঢ়ী আমে রঙ বাড়ছে বাজারে
খাঁচাবন্দী আম মুক্তবাজারে চলছে দাপটে
আমজন   ক্রয়ে  ক্রয়ে  ক্লান্ত পুরনো সময়  থেকে
যেন ঝড়ে কৃশ চিরন্তন কিশলয় ;
রস-রসায়ন  নিয়ে  রাওহীন   মাছি  ও আমজন    
অল্প কিছু প্রাণী  কেবলই  তালাশিবে   ঘন রসায়ন    
আমবাক  বেদনে ঝিমায় বেরস বাঁকে -  সত্তাহীন ।  


মাছি  ঘুরে আম ঘিরে বৃক্ষে , তলে-  মহলে মহলে  
যেন মধু-মসনদ  শুধুই মাছির তরে ;
কোন কোন মানু মাছিবৎ চলে পৃথ্বীর পুরে পুরে
যেমন  রাইসি  চলেছে পারস্য পঠে ,
বিষ-রস বহে – বোঝে কম জনে  
গঙ্গা ,  নেভা,  দেজ ,  লাল  তটিনীর জলে ।  



মিরপুর, ঢাকা
২৫।০৬।২১