১।
জারুল দোলে
বৈশাখী হাওয়ায় ,  
রঙে উতলা
করিমীয় কবিরা
নব শোভা হিজলে ।


২।
শেষ বৈশাখে
বজ্র ঝড়ে ঝরছে
কৃষককূল,  
ফসল বেচে কমে  
কাঁদে কৃষাণী কাঁদে ।


(জাপানী তনকা ধারায় রচিত )


ঢাকা
২৮.০১.১৪২৫  
১১.০৫.২০১৮