ললনা বরুণ-কুসুম ছড়াত সমাজ-মঙ্গল আশে চৈত্র শেষে
হয়ত হাসত প্রেমিক পাণে বুঝেসুজে,    
টেপী’র গরম ভাতে কচি ডগা ভর্তা-ভাজি ভাল মিশে
কামলা মানব খুশী হতো ভোজ শেষে ,  
জলজ খেলত অনেক, বরুণ ঘেঁষে ।


এখন মগড়া  পাড়ের বরুণ  বিটপী  উধাও  
দিল্লিতে  বার্মায়  হাওড়ে  বরুণ  নিরবে ফুঁপায়  
বরুণবৎ মানব কাঁদে  ভবের কোণায় কোণায়  ।  


ঢাকা
২৯.০২.২০২১