আষাঢ়ের জোছনায় নবম তলার জানালা শিহরিত
কম্পিত  আমি আর ভূমি- লতাপাতা ,  
ঠাহর পায়নি দূষিত নগর আর  তার অভোটেল  বাপ ;    
লাল-গোলাপি আবহে মিষ্টি মাংসল মুনটি  
উড়ে গেল পাশ দিয়ে দিয়ে মুখ ভেংচি  -    
তুমিও বোঝনি চন্রিমা-চলন ,  কখন  স্ত্রবেরি   কখন মেঙ্গো রঙ ;
এভাবেই লোপ পায়  ধীরে ধীরে স্বাদ গন্ধ  জনাবেগ  
মানুষ বনে  যায়  কাব্যহীন  জীব ভোগে যন্ত্রে  মন্ত্রে  
যদিও কাতর অকোষী  সত্তার ত্রাসে  ।  


মিরপুর, ঢাকা
জুন ২০২১