উত্তরে শরত-বর্ষায় ভাঙ্গে তীর ভাসে নীড়
দুধকুমারে কুমারী চাদর ভাসে আদি লয়ে
বার বার ভাঙ্গনের কিত্তন উজানে ভাটিতে
মাঝখানে মহাজনী তন্ত্র বাজে – বাজে তালে ,
বদ্বীপের মাছরাঙা ডুবে আর উড়ে
প্রান্তজন মনে মনে হয়ে যায় বাউল,  
পাখিগুলি পরিযায়ী হতে মতিঝিলে ভীড় করে  
ঠোঁটে নাহি লাগে কোন  ভিসা
নীল-সাদা বাজপাখি নিয়ে যায়  ভিটা ,    
তাগুতি তরঙ্গে  তবন ছিঁড়ে যায়  
বসে থাকে নদীপাড়ে  ধানহারা চাষি  
অপার  হয়ে বসে থাকা যেন এক  ক্লোনি লালন ।  


২।১০।২০২০