মেঘ ঢেকে দ্যায় ঢাকার আকাশ, নিখোঁজ  চন্দ্রিমা,    
ছাদের সখিরা পাখিবৎ গল্প করে অল্প আলোয়  দখিন এশিয়ায় ;
সহসা বৃষ্টি নামে জোর রাগে, ধূলি-ময়লা মাটিতে লুটায়    
যেমন দূরের রাজন পতন ছন্দে মিশে সাগর ওপাড়ে ;  
কদম কলি উঁকি দেয় কলোম্বো কূলে  হাল্কা সস্তি লয়ে ,
সখিসবে ভিজে আর হাসে , এখন সেলফি হবে ;  
তার আগে দেখে নেয় রাজনীতি বিমুখ ফেইসবুকি যুবক ।


ঢাকা
১৪.০৫.২২