কপ কাপলেট
১। কয়লা জ্বলে  
কয়লা জ্বলবে কয়লা চলবে কয়লা জ্বালাবে, ডন-সভ্য বলে বিমূর্ত কাফেলায়  
সরু-সভ্য নিচু সরে দ্রুপদি শোনায় , শেষে তেজ বাড়ায় জীবাশ্ম জ্বালানী, কপ-দালাল উড়ালে ঘুমায়   ।
২। সিনা ফাটে
কপ-দল  মিঠি  মিটি কথা কয় সিনাই পাহাড় তলে , দূরে সিনা ফাটে  উপকূলে  ,
লোহিত সাগর আরো লাল হয় রেগে মেগে , ডলফিন  দীর্ঘশ্বাস  ছাড়ে


৩। পিরামিডে  পতন
বিশ্ব কপে কত টাকা পাতি  গেল টাঙ্গুয়ার হাওর শোনেনি  , ক্রমে ক্রমে ক্লিস তার জলাধার ঝোপঝাড়    
গ্রেটা টুন বাগ আসেনি যায়নি হাওরের বাও , হয়ত নীরব প্রতিবাদ ,  মিশরের পিরামিডে  তোলপাড়  ।


৪। ডুবা
ডুবে ডুবু চর বারবার, ডুবে ডুমুরিয়া, ডুবে ডুমুর ডালিম,  ডুবে দ্বীপ দেশ  ; বড় রাষ্ট্র  মারণাস্ত্রে নাচে  নারা নেই মহা সঙ্ঘে      
নোরা ছন্দে  বক্ষ-বিভাজিকাগুলি দোলে  হলিউডে ,বলিউডে , উটপুরে ;  অন্য উড উতলায়  উলঙ্গ  উরসে ।  


৫। পোড়ে প্রণয়
ওরা বড় ডাঙ্গা, দাঙ্গাবাজ, এক হয়ে যায় কালো ফুলে চির বৈরিতা সরিয়ে  
বাড়ায় আগুন পুড়ায় প্রণয় পৃথিবীর পথে পথে, তারা মুখ সাজায় নীলে জীবাশ্ম জলে  ।    


মিরপুর, ঢাকা ।
নভেম্বর ২০২২।