বারে বারে বানে ভাসে শস্য চরাচরে
কৃষক তাকায় আকাশ পানে
কৃষাণী তাকায় কৃষক বদনে –প্রাচীন পাথর যেন,    
শুরু হয় নূতন বছর- গাঁথুনি পুরনো পীড়নে    
বেদন কর্কট হয়ে যায়- কান্তিহীন মনে কোষে ;
যুগ থেকে যুগে এনালগ থেকে ডিজিটালে      
চলে এই কাব্য চিত্র নিরবে কিনবা প্রকাশে ,  
পড়ে না সে কাব্য কেহ ব্রেন-হৃদ মিশিয়ে    
ধ্বজী ওষ্টে ভণ্ড ভরে দ্যায় ফাঁপা গোলা
চাষি ঠোঁটে বাসা বাঁধে চির শুষ্কতা
তুলতুলে হৃদে লোকগীত গায় গোপনে  
ক্ষেত ভরে ধেইধেই থ্রিজি প্লাবনে  
শেষ হয়ে যায় বোরো ধান –বন্ধ ধানশ্রি ধানের পাড়ায় ;
            
স্বল্প ঋণ বটিকায় ধারী হয়ে ধুঁকে চাষি - নিরুপায়      
শুরু হয় স্বদেশী বিদেশি দাওয়া – খড়গ খরচায়  
অল্প-ভোগী চাষি অনায়াসে ব্যাপ্ত হয় দেহ ত্যাগে  
শব ভাসে না কোন শাহাবাগি পুষ্পে  
শবনম ফোঁটা ঝরে নিথর কপালে    
শুধু খাল পাড়ে দুখে ঢুলে ঢোলকলমী  
দূর-চরে চলে করুণ ধনচে-ধুমুল ধ্বনি ।



২০।১১।২০২০