দুই দুহিতার দ্বিপদী    


হিজল হরষ
হিজল করচ ছুঁয়ে বেড়ে উঠে দুই কনে, নিয়তির টানে আসে শহুরে ডেরায়,  
যেন পরিযায়ী পাখীর পাখায় পেতেছে নীড়, বহে উজান-ভাটির মিশ্র বায় ।

হাওর হিস্যা
হাওর হিস্যায় নজর দেয়নি কেহই বরং দিয়েছে ঢেলে  
লায়েক জাঙ্গাল নয়ন জলে ভাসে দুজনের তরে ।  


শুভ্র আঁচল  
হাওর হইতে পূবালী পবনে উড়ানী উড়ায় পর পর দুজনা,          
বেলা শেষে শুভ্র আঁচলে বিদায় নেয় কার্তিকের হাওয়ায় , কাঁদে পরম্পরা  ।  
        


২১.১০-২৬.১০.২২
মিরপুর, ঢাকা।