ইউক্রেনের ইথারে উড়ে সমর বাচন নিশিদিন
যেন কোন ক্লোন মহাযুঝা ছিঁড়ে দেয় সভ্যতার ডগা
থেমে যায় মন-প্রসারী সরেস রাগিণী,    
প্রতি শস্য-শীষে আতঙ্ক আঁচর বিধাঁয় ছলিত তরঙ্গ ;
উগ্রচণ্ডী মিসাইল ট্যাংক বোমার বমনে
সেলিব্রেতি-তারা তোলে নেয় হাতে একে ৪৭  
তপ্ত বুকে বর্গী-তাড়ানো চেতনে, বিতনু ছড়ায় যেন প্রিতিলতা গন্ধ,
আগড় আঁটায় রোমান্স প্রনয়-চাহনি ;
  
অসুরীয় জিন  জেগে উঠে বর্ণ  ধাঁচে  বারবার ক্রেম্লিন থেকে পেন্টাগন    
নব্য হিটলারি রথে কিছু ইগল নিপার দুপারে সাজায় দূষ্য দুর্গ,    
নিষিদ্ধ হয় কতিপয় অলিগার্ক –হাসে সদ্য শরণার্থী সাথে আফগান-ফিলিস্তিনি ফুলকলি ;    
পৃথ্বীর পশ্চিম ঘেঁষা পথে ঘূর্ণি বদলাতে চায় বদ্বীপের বিহগ  
পথ বক্র তবু খোঁজে নব বাঁক, মনপুরার হাওয়া ।  


২৭।০৩।২০২২