নিশীথের স্বপনে আসেন পুরাতন মানুষ, ধপধপে লেবাস- যেন  অনেক আগের  
প্রেরিত মানব, নাম গোত্র না জানা - কেবলি শতভাগ মানুষ , এখন বিলুপ্ত ।
স্বপ্নিল প্রণামে পাতলা হয় ঘুমঘোর,
ঢাকার  ট্রাফিক লাইনের  মতো লেম্লেমে শ্বাস-প্রশ্বাস ;  
তবু শেষাংশের শরতের শাপলা , ধনু নদীর একস্তনা বক্ষ ,  
মগড়া পারের ম্যারা , বরুন ও জারুল , এবং  
চাঁদের রোমাঞ্চে ছাতিমের চাহনি -  অস্কারিয় নায়িকার মতো মুভ – স্নায়ু নড়ে ।
    
ভার্জিন প্রকৃতি ও প্রেরিত মানুষ একটি সুভগ মিশেল।  


ঢাকা
১১.০২.১৮