১।
যথারীতি এলেন মধ্যরাতে
অতিগুরুত্ববানেরা, শহিদ মিনারে ;      
অদূরে শত শত ইংরেজি সাইনবোর্ডে
বাংলা জ্বলছে ,  
ক্লাইভের ভাষা উচ্চওষ্টে  প্লেটে পেপারে  
পুঁজির পাশা পোশাকে পাঠে পানে ।


শ্রমজীবী পরে আছে বাঙলা নিয়ে হৃদে
পোশাককনে মোবাইলে মায়ের-মুখে বাংলা শোনে ।  


২।  
মধ্যরাতে সত্তর জনে অনলে পোড়ে
নগর ভবন  পূর্ববৎ রসায়নে ,
চুপচাপ পোড়া  চক চড়ূই চাপালতা  
আর শামসুর রাহমানের দুখিনী বর্ণমালা ।


২১।০২।২০১৯