ফুটিবে  না ফুল হাওরে  এলান দিল  ফাগুন  
গত বছর বন্যা হোল, ফসল গেলো ,স্বপ্ন খানখান    
হগল হাওর কৃষকের ধিরিম ধিরিম জান-প্রান
বিলীন হবে  গুনগুনানীর রঙ্গিন প্রাণ ।
ফুলরেণু যাবে রাষ্ট্রীয় ফুল-ব্যাংক  
ফুল নিরাপত্তায় ফিলিপিন-বাংলা ফুল-ফৌজ ।  


ফুলগুলি রাজসিকতায়  আসিন হবে চৈত্রের ধান-মুকুলে, ডগায়
হিজলে কড়ছে চাইল্লায় ,
মাছহারা মাইমল-কৈবর্ত প্রিয় আগুনচোখা রুই কিনবা নাপ্তে কইয়ে    
হাওড় কন্যাদের রবী-দুলদুল ফাগুয়া-ফিতার বৈশাখী বেণীতে আর ফুল্লনয়নে ।
কার্বন-সীসা ঢাকা ঢাকায় চলবে ফুলের ঢাক  
দ্রুমে দ্রুমে  ধাউস ধুলির ধমক  
গামছার বর্ণিল ব্লাউজের সাথে গঞ্জের শাড়ীর রপ্তানীমানের মিশেল  
অযুত যুগল  পদশীর্ষে ফুলেল  মাথাল  
নব্য  ভোটার রঙ্গিন-ধবল সাজে  অদ্ভুত, হৃদয়ে ধনুনদীর ঊর্মিদোল ,
হাতে মোবাইল – নানা ফাঁসে নাজেহাল  ।    
গাঁও-বস্তীর গেদা গেদি গেদা হাতে গতিহীন গাড়ীর গ্লাসে
ফাগুনের তলানিটা তাদের হাতে ।



১৩।০২।১৮