একজন বিক্রয় বালক
ফটিক বয়সী
ঝুলন্ত নিবাস মামিবিহিন খালা-সমেত বস্তি
কাজ- ভ্যানে আলু পিয়াজ সব্জি ফেরি ।
পোশাক শ্রমিকরাই মুখ্য ক্রেতা
বিক্রয়-বালক সারাদিন যোগায় দুবেলা বস্তি-বেসিক খাবার
সাথে মালিক-মর্জি ত্রিশ চল্লিশ টাকা ।


ঢাকায় আগমন বছরখানিক  
বাবা খবরহীন
মা অসুস্থ প্রায় বছরচারেক
মাকে হাসপাতালে নিয়ে যাওয়া–একটি এবাদতসম কর্ম তার
সরকারি হাস্পাতালের সাদা বড়ি নির্ভর চিকিৎসা -তবু যায় ।
ভীষণ শীতেও হাফশার্টে স্মার্ট বিক্রয় বালক
যদি সেরে উঠে মা -আবার ফিরে যাবে তিস্তা-বালুকায় ।