ফিরোজিয়া ফিনকি ২

ফিকে স্মৃতি নিয়ে জোড় স্রোতে তুমি বহমান মম কোষে
প্রতি জিনকনা জপে তব নাম, এর বাইরে যাওয়া কঠিন,  
ফিরোজা রঙের রেম্পে জীনরশ্নি গীত গায় সাবলীল সুরে    
যেন উড়ে উড়ে যায় মগজে মননে নীলাভ কোন ঐশী ড্রোন ;
  
শিশু থেকে প্রৌঢ় এক ছায়া-দোয়ার আস্তিনে আগ্‌লায় শত ঘূর্ণির মাঝেও  
তোমার নিরব দৃশ্যতা এগিয়ে দিয়েছে আমায়
তোমার আবছা ছবি হাওরের বাতাসের মতো প্রসারতা হানে হৃদে,    
তোমার বিমল বিম্বাস্রয়ে সৃজক কৃপা-ধারা ঢালে যেন ধ্রূপদি তালে    
আমি পুষ্ট হই ঢেউ পাড়ি দিতে সব পাড়ে ;    

এখন ফিরোজা রত্নের রথে আমি হয়ে যাই রত্নাকর ।


২১।১০।২২