গাঙ্গেয় ডলফিন গুঙ্গাচ্ছে, ওদের রক্তে রঞ্জিত গাঙ
ডম্ফহীন ডলফিনের গতরে হলাহল গাইছে যন্ত্র-যম
পিছনে নরাধম।
বন্ধ হচ্ছে ডলফিনের তুলতুলে জান    
হেলায় হেলে চেয়ারজন।  
কাঁদে হালদা
কাঁদে হাওয়া
কাঁদে হরিয়াল পাখী
কাঁদে হগল সরল-প্রান ।


অপেক্ষা কর ঘাতুক,
ডলফিন-ড্রিল ডলবে তোমার ডানায়
তোমাকে যেতে হবে ডাকিনী ডলফিনের ডেরায়  
যখন ফিরবে ওরা ডমর-ড্রাগন হয়ে ।  


ঢাকা
১৫।১১।১৮