হে  সাধারণ  হও  অসাধারণ  নষ্ট সময়ে ,
তুমি আক্রান্ত বর্ণে অধিকারে কথায় সীমান্তে
তুমি আক্রান্ত রাস্তায় প্রান্তরে  ক্লিনিকে সমুদ্রে  কারখানাতে    
পূব থেকে পশ্চিমে , আকাশ থেকে মাটিতে ;    
হতে  আগেও, এখনও তবে ? আর কত ওহে শ্রেষ্ঠ জীব !  
ঝরে তব লোহিত কণিকা,  পুষ্প-শিশু কাঁদে জবজব।
  
উল্টে  দাও গঙ্গা  পটমাক  ছাংচিয়াং মস্কোভা তটিনী
নেমে এসো সকলে  উদার গগন তলে  
নিউইয়র্ক হইতে আদিম মোগল নগরী,  
পিছু হটাও সকল  অসার  সংস্থাপন
পেন্টাগন বেইজিং ক্রেম্লিন লন্ডন    
এবং  এখান ঐখান ;
ফোটাও শাপলা শিউলি গোলাপ চেরি  
সরিয়ে  সকল বাঙ্কার, পোশাকি ছাউনি,  পুঁজির  চৌকি   ;  
ক্ষেপে উঠো ,  বুলেট লুটাবে তোমার খড়মে  
হও অসাধারণ  ওহে   সাধারন, বাঁচবে পৃথিবী  ।  


০৫.০৬.২০২০