হেমন্ত ভিড়েছে দিগন্তে
চিকন জোছনা নিরিবিলি পিছলায় ,  
পানি উপচায় অবেলায় আমন জমিনে
চুপচাপ বসে থাকে উত্তরের  চাষি  
বার বার ক্ষেত ভাসে স্বপ্ন ভাঙ্গে ,  
তবু প্রাণহীন প্রনোধনা প্যাকেজ          
পাকায় পাকায়  প্লাবন-ঘূর্ণন
যেন সেই জমিদারী কুজন - পুরনো ধরন
কাঁচের ঘরে হাত নাড়ে মৃত শিশু – হতে পারে সেই কৃষক সন্তান ,  
কৃষাণী তাকায় কাশবনে- খোঁজে তুলতুলে তান ।  


১৭।১০।২০২০