লাল বিহগী
তোমার প্রণয়ে  নাচোলে এসেছিল সাইবেরিয়ান লাল বিহগী,  
শ্যামল ডানায়, ঠাহর পায়নি কলোনিকুল; নীরবে দেখেছি বিশালী ।      

লোহু
পেরেক পুঁতেছে পায়ে, দেহে জ্বলে লোহু লড়াকু মননে ;    
প্রজন্ম ভুলেছে ভুলে- ছোটে নোড়ার নাচনে; পদ্মা শুকায় শোকে ।


মিছিল
বেথুন কলেজ থেকে নেমে এলো ঝাণ্ডা নিয়ে এক মহীয়সী মহানন্দা তীরে,
সাম্য-সুর মুখে নিয়ে মিলেছে মুণ্ডার মিছিলে মরণ পনে; ইলা গেছে সুরালয়ে ইলা ছেড়ে ।          



১৩।১০ -১৮।১০।২০২২
মিরপুর, ঢাকা ।