১।
ইলিশের হাঁকাহাঁকি বেড়ে গেছে দূর দখিনে  
ইলিশের ওমেগায়  মহাজন আছে  গাঁজনে ,        
কষ্টে ধরে জেলে
নিজে ধরা ঋণজালে,    
কর্তা সব চুপচাপ হুঁকো টানে নিজ নিজ পবনে । .  
২।
মিঠে পানির আদিম উমেতে  এসেছে ইলিশ
এটা নিয়ে নোনা-মিঠে মাঝে নেই কোন সালিশ ,    
ঘাটে  মন্ত্র বাজে  
তন্ত্রী পেটি ভাজে ,    
পরে থাকে জীর্ণ জেলে – নেই তাঁর কোন নালিশ ।


(লিমেরিক আদলে রচিত)


১০।১০।২০২০