অথই  সাগরে যাওয়া বারণ – বইছে আশ্বিনী হাওয়া    
সংকেত  জারী রয়েছে  - জঠর জলুক  যতই  
জিয়ল মাছের মতই  জালিক  জীবন ,      
জেলেগুষ্টি  বসে আছে তীরে আধ পেটে  
বৈরী বায়ে উড়ে জেতে চায় গায়ের চাদর  ঘরের আদর  
কেবল পাথার  পানে চায়  বার বার ঊহ্য আঁখি জলে    
সেথায়  ঝিলিক জ্বালায়  সুনীল রিজিক কঠিন প্রেমে  
মাঝে সাজে  মাছ কন্যা  মায়াজাল পাতে  ভাবুক জেলের টানে      
যেন জালুয়া জেল্লায়  জারিত জলতরঙ্গ
এভাবেই  বেড়েছে  দরিয়া-সাহস  পরম্পরায়    
কেয়া গোলপাতা  হুলু  দ্যায় তীরে তীরে ।  


তেজী জেলে বলে- যেতে হবে গঞ্জে নগরে    
হয়ত মোড়ের গাছে বাঁশি শোনে তারা প্রীতিলতা সুরে ,
গভীর জলের  মাছে ছেয়ে গেছে সেথা
ধরা নাহি পড়ে তারা – কেহ নাই ধরে  শত কেজি রুই   ;  
জোটবদ্ধ জেলেকূল ডোমচিল হয়ে জালেতে ভরবে ওদের  
যারা নষ্ট তালে  সন্তরনে পটু -
যারা  হানে নৃ’র  পাতা খাতা জল মাছ বায়ু    ;    
কঠিন সময়ে নগরে  সবল জাল ফেলা  
ভাইরাল কাব্যে  রূপ নিবে পাড়ে পাড়ে    
জেলেরা  মুর্শিদী  গাইতে গাইতে ফিরিবে রত্নাকরে ।    



২৬।০৯।২০২০