জিলহজের ঝিলিকে ছুটছে নিযুত মানব সৃজক পানে
জ্যোতিতে ঝুলছে  মরু লতা , ঝরছে জমজম, নড়ছে বর্ণিল আরক্ষী অবাক-সাহসে ;    
জামারায় আরাফত  মিনা্‌ মুজদালিফা মক্কা যেন এক দীর্ঘ মানু-ক্যাকটাস
জিভে ঐশী শ্লোক নিরবে সরবে , মানব হৃদয়ে অপূর্ব রিদম    
জালতানে শিশু-শুভ্র বনে যাবে বহু বান্দা অনায়াসে      
জমাবে  অনেকে দুনিয়া-আলয় হজ–বাজনে  ;
    
জালিম রাজন পুরবে বদ্বীপ বলয়ে অনল মাখায় মাঝে সাজে      
জমজম জলে নেয় দম নেক মানু - মুক্তি চায় শয়তান-সখ্য থেকে ,    
জান্নাতে যাবার জপনে সৃজক-সন্তোষে নির্ঘুম ফুঁফায় ;      
জলুস ছড়ায় আরাফার বায়ে বঙ্গ-নিম , কঙ্করে কঙ্করে কাহিল হয় অভিশপ্ত শয়তান,
জান্নাতি-পাথর তোয়াফে গুনাহ ঝরায় অযুত আদম ;  
জলজ্যান্ত হতাশে তখন ত্রাসে ভাসে শয়তান ।


জিকিরে ধ্যানে ফিরে যায় সব তীর্থ যাত্রী  
জাহানের পুরে পুরে , ইয়েমেন ফিলিস্তিন উইঘুর  কাশ্মির আসাম ...    
জনাপবাদেও  ইবলিশ থাকে মানুষের সাথে সাথে নব ঢঙে ;        
জিতায় মানুষ মন্দ লয়ে , ঠাণ্ডা লালা ছাড়ে মিসাইল খাপে , শিং নাড়ে বদ বাদ্যে  
জ্বালায় দুনিয়া দাজ্জালের দখিনায় ; মজে যায় অপুষ্ট শ্বরদল  দুষ্টু জিন-জলে,
জাগরী মুমিন সালাতে আচারে আঘাত হানে দিয়াবলে অহরহ ;  
  
জগতে অস্ত্ররা দোলে শয়তানি তানে মিসিসিপি , নেভা, গঙ্গা, সুঙ্গাছা সমীরে    
জালিম ঝাঁঝরে ভব-ইবলিশ গং বনে যেতে পারে লুত লতা – নিজ নিজ পাপাচারে ।  
  


জুলাই ২০২২।